Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর আবদারে ঝুলন্ত অবস্থায় চুমুর ছবি তুললেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১১:১০ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


বউয়ের আবদার রাখতে কী না করতে হয় স্বামীদের। যার প্রমাণ দিলো এই দম্পতি। চল্লিশ ফিট ওপরে থাকা সুইমিং পুলে ঝুলে চুমু খেতে দেখা গেছে দম্পতির যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মিশিগনে। 

মিশিগনের এই দম্পতি ৪০ ফুট উঁচুতে থাকা সুইমিং পুলের ধারে রীতিমতো ঝুলে গিয়ে চুমু খেলেন দম্পতি। আর সেই ছবি ইনস্টাগ্রামে পড়তেই লাইকের বন্যা।

মিশিগনের বাসিন্দা কোডি জানিয়েছেন, আমার স্ত্রী কেলির বহুদিনের ইচ্ছে, ইনস্টাগ্রামে সেরা একটি ছবি দেওয়া, যা দেখে নাকি তাক লেগে যাবে। আর সেই ইচ্ছে পূরণেই বহুদিন ধরে ভাবনা-চিন্তা করে এরকম একটা প্ল্যান।

তিনি জানান, শ্যুটটা মোটেই সহজ ছিল না। আমার হাতের ওপর আমার স্ত্রীয়ের পুরো ওজনটা ছিল, আর নিচে গভীর খাদ।

অন্যদিকে স্ত্রী কেলি জানান, দারুণ অভিজ্ঞতা। ভাবতেই পারছি না। প্রথমে ভয় লাগলেও, তারপর নিজেকে খুব হালকা লাগছিল। আমি খুব খুশি।

Bootstrap Image Preview