Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কবে বিশ্বকাপের চূড়ান্ত দল দিচ্ছে পাকিস্তান-আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড চূড়ান্ত ১৫ জনের নাম ঘোষণা করে দিয়েছে। অন্যতম ফেবারিট ভারত বিশ্বকাপ দল ঘোষণা করবে ১৫ এপ্রিল। এবার চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানালো পাকিস্তান।

বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসি সময়সীমা বেঁধে দিয়েছে ২৩ এপ্রিল। তবে চোটের জন্য কাউকে পরিবর্তন করতে হলে তা করা যাবে ২৩ মে পর্যন্ত। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। হাতে সময় কম। তাই দলগুলি খুব দ্রুতই ১৫ জনের নাম ঘোষণা করবে। পাকিস্তান ইতিমধ্যেই সম্ভাব্য ২৩ জনের দল ঘোষণা করেছে। চূড়ান্ত দল ঘোষণা করবে সম্ভবত ২৩ এপ্রিল।

জানা গেছে দক্ষিণ আফ্রিকা ১৫ জনের দল ঘোষণা করবে ১৮ এপ্রিল। আর প্রোটিয়াদের বিশ্বকাপ শিবির শুরু হবে ১২ মে। বাংলাদেশ তাদের ১৫ জনের দল ঘোষণা করবে ১৮ এপ্রিল।

আফগানিস্তানও ২৩ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছে। তবে চূড়ান্ত দল ঘোষণার ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। খুব দ্রুত চূড়ান্ত দল ঘোষণা করবে আয়োজক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা।

Bootstrap Image Preview