Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে আকস্মিক বন্যা, ১০ জনের প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে টানা ২৪ ঘন্টার প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

জানা যায়, সোমবার থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বৃষ্টির পরিমাণ কমতে থাকে। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এই বন্যার সৃষ্টি হয়।

শহরটির কর্তৃপক্ষ জানায়, বন্যায় অসংখ্য বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তলিয়ে গেছে রাস্তায় রাখা অনেক গাড়ি।

মেয়র মারসিলো ক্রিভেল্লা এমন পরিস্থিতিকে সংকটময় হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া জরুরি কোন কাজ না থাকলে শহরটির বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে নিয়োজিত আছেন বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি, সিবিসি, আল-জাজিরা।

Bootstrap Image Preview