Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জে.ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোরড়া সাতাহাজরা গ্রামে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ হাই এর ছেলে মসলিম উদ্দীন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বেলা প্রায় ১২টার সময় মটর পাম্পে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোরড়া কাজী আবুল কালাম এর বাড়িতে পানির পাম্পে বিদ্যুতের লাইন দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার মসলিমের হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

কাজী ও মৃত ব্যক্তির পরিবারের লোকজন তাকে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিপুর থানা অফিসার বলেন, মৃত্যুর বিষয়টি মোবাইলে শুনেছি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Bootstrap Image Preview