Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় বাস উল্টে খাদে, নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview


গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। এই ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৬ এপ্রিল) ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে বুড়িমাড়ী যাচ্ছিল বরকত ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি।

শনিবার ভোর ৪টার দিকে কালিতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview