Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রায়পুরে ২৫ মণ জাটকাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে ২৫ মণ জাটকাসহ মো. কুদ্দুস (৪৭) ও নাছির সর্দার (৪৫) নামে দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ মিয়া জানান, নদী থেকে জাটকা ধরে পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়ার পথে ২৫ মণ জাটকাসহ দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্লাহ বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল এই দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ অন্যায়। 

এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে বলেও জানান মৎস্য কর্মকর্তা মহিব উল্লাহ।

Bootstrap Image Preview