Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেরুতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পেরুর লিমায় পরিবহন টার্মিনালে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

রবিবার ( ৩১ মার্চ) রাতে ফিওরি টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, বাসটি একটি স্টপে এসে থামলে এতে হঠাৎ আগুন লেগে যায়। ওই সময় বাসটিতে অনেক যাত্রী ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল তা জানায়নি।

দমকল বিভাগের কর্মকর্তা লিউস মেজিয়া বলেন, অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Bootstrap Image Preview