Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওষুধ সেবনের নামে বাংলাদেশিকে বিষ খাওয়ালো বিদেশি স্ত্রী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফ্রিকার মোজাম্বিকে নামপুলা প্রভিন্সে রিবাউয়ে ডিস্ট্রিক্ট এলাকায় সাইফুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশিকে বিষপানে হত্যা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) রাত ৮টায় স্থানীয় হাসপাতালে মারা যান তিনি। নিহত সাইফুল ইসলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার দিলজানপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে।

তাকে নামপুলা সেন্ট্রাল হাসপাতালে পোস্টমর্টেম শেষে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের পাশে তার দাফন করা হয়েছে।

মোজাম্বিকের কমিউনিটি নেতা এম, এ ইসলাম মিয়া জানান, স্থানীয় এক কৃষ্ণাঙ্গ মেয়েকে বিয়ে করে সংসার করে আসছিল সাইফুল ইসলাম। সাইফুলের সম্পদের লোভে পড়ে তার স্ত্রী।

অভিযোগ উঠেছে, সম্প্রতি সাইফুল ইসলাম ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে এ সুযোগ গ্রহণ করে তার স্ত্রী ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবনের সময় তাকে ইঁদুর মারার বিষ খাইয়ে দেয়। এতে বিষক্রিয়ায় হাসপাতালে তার মৃত্যু হয়।

তবে এ ঘটনার কোনো সাক্ষী না থাকায় এবং মামলার কোনো বাদী না হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Bootstrap Image Preview