Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝড়ের হাওয়ায় ছাতাসহ উড়ে গেলো যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রবল বেগে ঝড় বইছিল। ওই ঝড় থেকে বাঁচতে যে যেখানে পারছিলেন আশ্রয় নিচ্ছিল। ঝড়ো হাওয়া থেকে বাঁচতে এক যুবক রাস্তা থাকা ছাতার স্ট্যান্ড ধরে দাঁড়ালেন। সাথে আরও দুই জন পাশে এসে দাঁড়াই কিন্তু ঝড়ের প্রাবল্যে ছাতা সমেত উড়ে গেলেন এক যুবক। পাশের দুই জন শুধু দাঁড়িয়ে দেখলেন। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

এমন ঘটনা ঘটেছে তুরস্কের ওসমানিয়া প্রদেশে। ঝড়ো হাওয়ার জেরে ছাতাসহ উড়ে যাওয়া যুবকের নাম সাদিক কোকাদাল্লি। ছাতাসহ উড়ে পড়ার পর অল্পবিস্তর আহতও হয়েছেন তিনি।

দেশটির এক সংবাদ সংস্থাকে সাদিক জানিয়েছেন, ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩/৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম। এখন আমি সুস্থ রয়েছি।

গোটার ঘটনার ভিডিওটি ধরা পড়েছে রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও।

Bootstrap Image Preview