Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমেরিকান রাষ্ট্রদূতের রাবি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধীনস্ত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটায় তিনি জাদুঘর পরিদর্শন করেন। এসময় সেখানে তাঁকে স্বাগত জানিয়ে বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখান।

এ সময় আর্ল রবার্ট মিলার জাদুঘরে সংরক্ষিত বইয়েও স্বাক্ষর করেন। পরে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর এ আর এম আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview