Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝড়েই ভেঙে পড়ল সেতু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


নিউজিল্যান্ডের পশ্চিমে ওয়াইহো নদীর একটি সেতু প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ভেঙে পড়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ মার্চ) ওই সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, নিউজিল্যান্ডের সাউথ আইসল্যান্ডের ফ্রাঞ্জ জোসেফ শহরের ওই সেতুটির একটি অংশ ঝড়ের কবলে আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং সেতুর কংক্রিটগুলো নদীতে পড়ে যাচ্ছে। 

দেশটির আবহাওয়াবিদরা ওই অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। এ ছাড়াও ওই অঞ্চলে অবস্থিত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঝড়ের জন্য ওয়াইহো নদীসহ আশপাশের নদীগুলো ফুঁসে উঠছে। এটি ওই অঞ্চলের কৃষকদের জন্য মাথাব্যথার কারণ হতে পারে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছেন।

Bootstrap Image Preview