Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার শাহজালালে ৪৪ রাউন্ড গুলিসহ আ'লীগ নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৪ রাউন্ড গুলিসহ রাজধানীর দারুসসালাম থানার আওয়ামী লীগ সভাপতি এবিএম মাজহারুল আনামকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে কক্সবাজারে যাওয়ার সময় বিমানবন্দরের প্রথম গেটেই তাকে ওই গুলিসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা।

পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই মশিউল আলম বলেন, আওয়ামী লীগ নেতা এবিএম মাজহারুল আনামের অভ্যন্তরীণ ফ্লাইটে করে কক্সবাজারে যাওয়ার কথা ছিল। এ সময় বিমানবন্দর গেটে তল্লাশির সময় তার কাছ থেকে ৪৪ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে থানায় সোপর্দ করা হলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Bootstrap Image Preview