Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যেগে শুক্রবার সকাল ১০ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, কৃষি সম্প্রসারণ অফিসার রিপন সাহা, শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন প্রমূখ। এসময় ৩ স্কুল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 

Bootstrap Image Preview