Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


'প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি' এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে সেনবাগে বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা শিক্ষা অফিস।

বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহারের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউআরসি ইনইন্সট্রাকটর মোস্তাক আহম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারি শিক্ষা অফিসার আরিফ হোসেন ও আলী আজগর, শিক্ষা কমিটির সদস্য ও সেনবাগ মডেল সরকারি প্রা.বিদ্যালয়ের সভাপতি আবু নাছের (ভিপি দুলাল) সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ছাত্র-ছাত্রীরা।

Bootstrap Image Preview