Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাত্রীর পেটে থেকে ২৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা জামাল উদ্দিন নামের এক যাত্রীর শরীর এক্স-রে করে ২৪ লাখ টাকার স্বর্ণ পেয়েছে কাস্টম কর্মকর্তারা।

শনিবার (৯ মার্চ) সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি সব অস্বীকার করেন। এরপর তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে।

এরপর তাকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টম হলের একটি টয়লেটে ঢোকালে শরীরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৬০ তোলা।

Bootstrap Image Preview