Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:২৩ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (৪ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সফিকুল ইসলামের কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন।

জমাদানকারী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,  উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিদ্রোহী প্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার মহি উদ্দিন ও আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম পিন্টু, এবিএম জিয়া উদ্দিন বাশার, অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, শরিফুল ইসলাম খান। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা রশিদ, যুবনেত্রী শারমীন খানম লামিয়া, ফিরোজা বেগম, আসমা আক্তার, মেঘলা আক্তার লিলি ও রাশিদা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Bootstrap Image Preview