Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালোজিরা রেস্তোরাঁর খাবারে জীবন্ত তেলাপোকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি এলাকার কালোজিরা রেস্তোরাঁয় খাবারে মিলল তেলাপোকা। এছাড়াও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাবার।

আজ রবিবার দিনব্যাপী কালোজিরা-এইচ অ্যান্ড সি বেকারিসহ পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব দৃশ্য দেখতে পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে খারারে তেলাপোকা পেয়ে এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কালোজিরা রেস্তোরাঁকে। একই ধরনের অপরাধে ওই এলাকার এইচ অ্যান্ড সি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জান্নাতুল ফেরদাউস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশনায় আজ দিনব্যাপী এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সহকারী পরিচালক শাহনাজ সুলতানাও অংশ নিয়েছিলেন। অভিযানে রেস্তোরাঁ ও বেকারি ছাড়াও জাপান সিটি গার্ডেন ফার্মেসিকে ১৫ হাজার টাকা, ফায়ার অন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও সিটি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview