Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রী হলের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।

শনিবার (২ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। 

আয়শা ইয়াসমিন ইসার সঞ্চালনায় ও রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, মন্নুজান হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী, রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোর্বারা সিদ্দিকা, তাপসী রাবেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা, বেগম খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ ড. মাহবুবা সরকার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিথীকা বণিক, অন্যান্য হল প্রাধ্যক্ষ, অনুষদ অধিকর্তা শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রমুখ।

অনুষ্ঠানে সাদিকা মুস্তফা, সুলতানা মুস্তারী ও কামারা তাসনুভা মশাল প্রজ্জ্বলন করে। এছাড়া প্রত্যেক হলের শিক্ষার্থীরা পৃথকভাবে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।


 

Bootstrap Image Preview