Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা ইসলামের নজরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিডনিজনিত রোগসহ বিভিন্ন রোগের কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি জালালপুর গ্রামের মৃত এখলাছের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

যোহরবাদ জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে পারিবাবিরক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কি মিত্র চাকমা, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তিসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Bootstrap Image Preview