Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শীলাবৃষ্টির আঘাতে কলারোয়ায় এক বৃদ্ধের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৬ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলায় জামশেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়া‌রি) দুপুরে উপ‌জেলার চন্দনপুর-কলারোয়া সড়কে এ ঘটনা ঘটে। জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জামশেদ আলী হেঁটে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে মাটিতে পড়ে যান তিনি। প‌রে আর উঠতে না পে‌রে সেখা‌নেই মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন দিন সারা দেশের বিভিন্ন যায়গায় ঝড় ও শীলাবৃষ্টি হবে।

Bootstrap Image Preview