Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার ঘণ্টা যুদ্ধ করে বিশালাকার পাখিকে গিলে খেল অজগর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


গত বুধবার সকালে অস্ট্রেলিয়ার কিংসক্লিফে বাড়ির ছাদে ওঠে ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছেন অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্যাথি গল। সেই দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে দিতে ভুলেননি তিনি।

ছবিতে দেখা গেছে, টিভির অ্যান্টেনার সঙ্গে পেঁচিয়ে রয়েছে প্রকাণ্ড একটি অজগর। আর সেটি বড় আকারের একটি পাখিকে গিলে খাচ্ছে।

ওই ছবির ক্যাপশনে ঘটনার বর্ণনা দিলেন ক্যাথি, ‘অকারণেই ছাদে উঠলাম আর এমন দৃশ্য দেখতে হলো। দেখলাম আমাদের টিভি অ্যান্টেনা বেয়ে ওপর থেকে ঝুলে আছে একটি কার্পেট অজগর। সে একটি বড় কুরাওং পাখি শিকার করেছে এবং আস্তা আস্তে পাখিটিকে গিলে খাচ্ছে।’

ভয়ঙ্কর সেই দৃশ্যটি ক্যাথি ভিডিওতে ধারণ করে কিংসক্লিফ হ্যাপেনিংস নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এর পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

তিনি সাক্ষাৎকারে জানান, ‘আমি স্তব্ধ হয়ে যাই! পুরো পাখিটা গিলে খেতে সাপটির ঘণ্টা চারেক সময় লেগেছে।’

এ ধরনের আরেকটি ভয়ানক ভিডিও গত বছর ভাইরাল হয়েছিল ফেসবুকে।

ফ্লোরিডায় একটি বার্মিজ পাইথনের বিশাল আকারের হরিণ গিলে খাওয়ার ভিডিও ছিল সেটি।

Bootstrap Image Preview