Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আগামীকাল (আজ) সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, সর্বগ্রাসী ওই অগ্নিকাণ্ডে বেশ লোকের প্রাণহানি ঘটেছে। সরকারি হিসাবে ৬৭ জনের কথা বলা হলেও বেসরকারি হিসাবে ৮১ জনের কথা বলা হয়েছে।

এ ছাড়া বেশ কয়েক জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Bootstrap Image Preview