Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজনৈতিক সংকটের মধ্যেই সীমান্ত বন্ধের ঘোষণা মাদুরোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


দেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই ভেনেজুয়েলার ব্রাজিল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বৃহস্পতিবার রাতে বিদেশি ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

জানা যায় , মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ত্রাণ চালান ঠেকাতে তারা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট মাদুরো আমেরিকার পাঠানো ত্রাণকে লোক দেখানো বলে উল্লেখ করেন। ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটানোর অভিযোগ এনেছেন মাদুরো।তবে মিত্র দেশ রাশিয়ার কাছ থেকে ৩০০ টন ত্রাণ সহায়তা গ্রহণ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

Bootstrap Image Preview