Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ২

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ হুন্ডির টাকাসহ মুসফিকুর (৩২) ও আব্দুল্লাহ (৪৮) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বড়আঁচড়া এলাকা থেকে এ হুন্ডির টাকাসহ তাদেরকে আটক করা হয়।

আটক মুসফিকুর নওগাঁ জেলার বদলগাছি থানার প্রধান কুন্তি গ্রামের শওকাত আলীর ছেলে ও আব্দুল্লাহ দিনাজপুর জেলার খানসামা থানার কৌউপা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি দুই জন হুন্ডি পাচারকারী বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে হুন্ডির সাড়ে ৬ লাখ টাকা সহ মুশফিকুর ও আব্দুল্লাহকে হাতেনাতে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান হুন্ডির টাকাসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview