Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় পাচারকালে ১২ রোহিঙ্গাসহ ২ পাচারকারী আটক 

তামিরুল ইসলাম, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দুই পাচারকারীসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার রাজমনি নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত দুই পাচারকারীর মধ্যে নুরুল ইসলাম বাংলাদেশি ও নিজাম উদ্দিন রোহিঙ্গা নাগরিক। 

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাজারঘাটায় তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। 

Bootstrap Image Preview