Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নদী থেকে নবজাতকের লাশ টেনে তুলল কুকুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত


বরিশালের বানারীপাড়ায় জোয়ারের পানিতে সন্ধ্যা নদীতে ভেসে আসে এক নবজাতকের মৃতদেহ। মৃতদেহটি নদী থেকে একটি কুকুর টেনেহিঁচড়ে তীরে তুলছিল বলে জানায় পুলিশ। হতভাগ্য শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট বেল্লাল হুজুরের ইটভাটাসংলগ্ন সন্ধ্যা নদীর তীর থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, শনিবার স্থানীয় চকিদার মকবুল হোসেন ওই শিশুর লাশ কুকুরে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখে থানা পুলিশকে জানান। ঘটনাস্থলে থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে স্থানীয় চকিদার মকবুল হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় একটি ইউডি মামলা করেছেন।

রবিবার সকালে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া ওই শিশুর পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে বলেও ওসি জানান।

Bootstrap Image Preview