Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, জানুয়ারী ২০২৬ | ৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের ৬ দফার দাবিতে আন্দোলন  

নিজাম উদ্দিন শামীম, জবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


শিক্ষক সংকট নিরসন, হল-পরিবহন সুবিধা ও একাডেমিক ভবন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীরা।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এলাকা ও লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। এতে করে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা।

এদিকে বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন।
 

Bootstrap Image Preview