Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ৫৩ হাজার টাকা জরিমানা 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও খাবারে বিষাক্ত রঙ মিশানোর অভিযোগে ৪টি হোটেলে জরিমানা করা হয়েছে। একই সাথে একটি ফলের দোকানেও জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জেলা শহরের এসব ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- রহমানিয়া হোটেল, হোটেল নূর জাহান, সোনার বাংলা হোটেল, মোহাম্মদীয়া হোটেল এবং একটি ফল দোকান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার আইন অমান্য করে খাবারে বিষাক্ত রঙ মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং ফলমূলে বিষাক্ত ফরমালিন ব্যবহার করার অপরাধে বিভিন্ন হারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল মিশ্রিত পণ্য কেনাবেচা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। 


 

Bootstrap Image Preview