Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘জেনা করা পাপ, তবে পর্নে অভিনয় পেশা’, বললেন হিজাবি পর্নস্টার নাদিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সম্প্রতি হিজাব পরে পর্ন সিনেমায় অভিনয় করে আলোচনা-সমালোচনার শিকার হন পাকিস্তানের পর্নস্টার নাদিয়া আলি। এবার নতুন এক বক্তব্য দিয়ে সেই সমালোচনায় ঘি ঢাললেন এই পর্নো তারকা।

ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিয়া আলি বলেন, ‘জেনা করা পাপ, তবে পর্ন সিনেমায় অভিনয় করাকে আমি পেশার অংশ হিসেবে দেখি।’ একই সঙ্গে পর্ন সিনেমায় নিজের কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান ২৫ বছর বয়সী নাদিয়া।

নিজেকে বিশ্বাসী মুসলিম দাবি করে নাদিয়া আলি জানান, পর্ন সিনেমায় অভিনয় করাটা তার প্রতিদিনের জীবনের অংশ। আনন্দ পাওয়া নয়, বরং পেশাদার অভিনেত্রী হিসেবে কাজটি করেন তিনি।

নাদিয়া শুরুতে ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে হয়ে ওঠেন পর্নস্টার। মাঝে এসকর্ট হিসেবে কাজ করেন পাকিস্তানে নিষিদ্ধ হওয়া এই অভিনেত্রী। সম্প্রতি হিজাব পরে পর্ন সিনেমায় অভিনয় করা নিয়ে পাকিস্তানের ট্রলের শিকার হন এই পর্নস্টার।

এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রথাগতমুসলিম হিসেবে হিজাব পরার সিদ্ধান্ত নেই আমি। এর ফলে আমার ভিডিও’র দর্শক অনেক বেড়েছে।’

Bootstrap Image Preview