Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে আলাউদ্দিন আলীকে দেখতে গেলেন মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আলাউদ্দিন আলীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন ফখরুল।

রবিবার বেলা ২টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি আলাউদ্দিন আলীকে দেখতে যান বিএনপি মহাসচিব। এসময় ফখরুল তার শয্যাপাশে কিছু সময় কাটান। তার মাথায় হাত রেখে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Bootstrap Image Preview