Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্মানসূচক ‘লিডিং ওমেন’ উপাধি পেলেন ডাঃ দীপু মনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:০১ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview


নারী শিক্ষা এবং অধিকার বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘লিডিং ওমেন’ উপাধি পেলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন-

১৮৬৮ সালে ব্রিটেনে প্রথমবারের মতো লন্ডন বিশ্ববিদ্যালয় এ উচ্চশিক্ষার সুযোগ পান ৯ জন নারী, এবং এরই মধ্য দিয়ে সূচিত হয় উচ্চশিক্ষায় নারী অংশগ্রহনের এক নতুন অধ্যায়।

এই তাৎপর্যপূর্ণ ঘটনাটির ১৫০ বছর পূর্তিতে লন্ডন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘লিডিং ওমেন ১৮৬৮-২০১৮' নামে ২০১৮ সালে একটি ক্যাম্পেইন শুরু করে। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ১৫০ বছরে লন্ডন বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও সম্পৃক্ত নারীদের মধ্যে থেকে শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে অসামান্য ও অনুপ্রেরনীয় কৃতিত্ব অর্জনকারী মহীয়সী নারীদের একটি তালিকা প্রকাশ করে।

তারই ধারাবাহিকতায় নারী শিক্ষা এবং অধিকার বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় এর ‘লিডিং ওমেন’ দের একজন হিসাবে স্বীকৃতি পান বাংলাদেশের গর্ব আমাদের ডা: দীপু মনি।

Bootstrap Image Preview