Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবম শ্রেণির ছাত্রীর বিয়ে দিতে এসে ধরা কাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ফাতেমাতুজ্জোহরা মনিকা নামে এক স্কুলছাত্রী। তাকে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে আমানুর রহমান নামে এক কাজিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নন্দীকুজা গ্রামে এ ঘটনা ঘটে।

আমানুর রহমান বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের কাজীপাড়া আহম্মাদিয়া আলিম মাদরাসার শিক্ষক। মনিকা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ার চকনাজিরপুর গ্রামের মোমিন উদ্দিনের মেয়ে ফাতেমাতুজ্জোহরা মনিকার বিয়ে রাজশাহীর বাঘা উপজেলার এক ছেলের সঙ্গে ঠিক হয়। বাগাতিপাড়ার নন্দীকুজা গ্রামে মোমিন উদ্দিনের ভাড়া বাসায় ওই বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে পুলিশসহ বিয়ে বাড়িতে হাজির হলে কনের বাবা সেখান থেকে পালিয়ে যান। পরে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে কাজি আমানুর রহমানকে আটক করে বিয়ে পণ্ড করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Bootstrap Image Preview