Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চেকজালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) সাড়ে ৭টার দিকে  উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানু মিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, চেক ডিজঅনার মামলায় গ্রেফতারকৃত সানু মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালত ১০ মাসের কারাদণ্ড এবং ১৮ লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছিল। 

Bootstrap Image Preview