Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, জানুয়ারী ২০২৬ | ১২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শামির দ্রুততম শতকের রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০১:৩৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০১:৩৪ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের শুরুতেই রেকর্ডবইয়ে নাম তুললেন মোহাম্মদ সামি। ভারতীয় ক্রিকেটারের হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম একশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ১৯ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট নিয়েই রেকর্ডের খাতায় নাম উঠে যায় তার।

৫৬তম ম্যাচে একশো উইকেট নিয়ে নিলেন শামি। এর আগে এই রেকর্ডটি ছিল ইরফান পাঠানের নামে, যিনি ৫৯ ম্যাচ নিয়েছিলেন একশোতম শিকারের জন্য। শামি, পাঠানের পরেই এই তালিকায় রয়েছেন জাহির খান (৬৫), অজিত আগারকার (৬৭) এবং জাভাগল শ্রীনাথ (৬৮)।

২০১৮-এর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের ম্যাচে প্রত্যাবর্তন করেন তিনি। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজেও ভালো খেলেছিলেন তিনি। তিন ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের শুরুতেই জ্বলে উঠলেন তিনি। বর্তমানে ৫৬ ওয়ানডেতে শামির উইকেট এখন ১০২টি।

 

Bootstrap Image Preview