Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে ধর্ষণ করে ‘ভূত তাড়ালেন’ তান্ত্রিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অন্ধকার নামলেই মনের মধ্যে বাসা বাঁধত ভূতের ভয়। চোখ বন্ধ করলেই চারপাশে ঘুরে বেড়াত অশরীরী আত্মা। স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রীর মনের ভয় কাটাতে বাড়িতে তান্ত্রিক ডেকে আনে পরিবার। মনের ভয় তাড়াতে গিয়ে সেই তান্ত্রিকের যৌন লালসার শিকার হতে হল কলেজ ছাত্রীকে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডানি গ্রামে ঘটেছে এই ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তান্ত্রিক পরিতোষ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শারীরিক পরীক্ষার জন্য ছাত্রীকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তান্ত্রিক পরিতোষ রায়কে গ্রেফিতার করেছেন তারা। গতকাল রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview