Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকোর পাইপলাইনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭৩

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১০:৪২ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেক্সিকোতে একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৭৩ জন। এতে আহত হয়েছে আরও অন্তত ৭৪ জন।

গত শুক্রবার মেক্সিকোর হিদালগো প্রদেশে এ ঘটনা ঘটে। এদিকে, মেক্সিকোর টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগুনের লাল আভায় রাতের আকাশ ছেয়ে গেছে।

বিস্ফোরণের পর ওই এলাকায় হাজার হাজার মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে তেলের সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

দেশটির প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর জানান, এতে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট এ ঘটনা নিয়ে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন।

প্রাদেশিক গভর্নর বলেন, পাইপের ফুটো দিয়ে গড়িয়ে পড়া তেল চুরি করতে স্থানীয়রা হুড়োহুড়ি করছিল। তার মধ্যেই হঠাৎ করে আগুন লেগে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview