Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে অনলাইন সাংবাদিকদের সভা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনলাইন সাংবাদিকদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অনলাইন সাংবাদিকরা এলাকার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার সংবাদ তুলে ধরার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এতে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন জীবন, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আল শামস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হবার পর বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে ইতোমধ্যে এলকার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সংগঠনটি আগামীতে সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথেও সম্পৃক্ত থাকবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

Bootstrap Image Preview