Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি,স্বামীকে পুড়িয়ে মারলেন স্ত্রী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ইন্দোনেশিয়ান দম্পতি দেদি ও তার স্ত্রী ইহাম চাবানি। ছাদ মেরামতের কাজ করছিলেন দেদি পুর্নিমা। ওই মুহূর্তেই তার ফোনের পাসওয়ার্ড চেয়ে বসে তার স্ত্রী ইহাম চাবানি। তা দিতে অস্বীকৃতি জানানো লেগে যায় বাকযুদ্ধ।

দেদি ওপর থেকে নেমে আসার পরও তর্ক অব্যাহত ছিল। এক পর্যায়ে স্ত্রীকে আঘাত করেন তিনি।

এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বামী দেদির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। দ্রুত তাকে ভর্তি করানো হয়ে হাসপাতালে। দু'দিন লড়াইয়ের পর মৃত্যুর সঙ্গে হার মানে ২৬ বছরের দেদি। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

দেদির মৃত্যুর ঘটনায় তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইস্ট লুম্বুক রিজিওনাল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Bootstrap Image Preview