Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজনীতি না করলেও মন থেকে আ’লীগকে সমর্থন করে আসছি: মৌসুমী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:০৭ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview


জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বলেছেন,  তারকাদের নানা সময় নানা জায়গায় গিয়ে ছবি তুলতে হয়। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। তার মানে এই না যে, আমি নির্দিষ্ট করে কোনো দল করি।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক সংবাদ সম্মেলনের তিনি  উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।

তিনি বলেন, তবে এটা ঠিক যে, প্রকাশ্যে আমি রাজনীতি না করলেও মন থেকে আ’লীগকে সমর্থন করে আসছি। এ কারণেই একাদশ  জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এদিকে কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়া মৌসুমীর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই উদ্দেশে মূলত মৌসুমী সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন।

Bootstrap Image Preview