Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের জমিদারহাট বড়পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে ফেনী অভিমুখে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বড়পোল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল, চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপারের সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া হতাহতদের নাম-পরিচয়ও জানা যায়নি।

Bootstrap Image Preview