Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১২:০০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী। কিশোরীর দাবি অভিযুক্ত প্রেমিক শফিকুল ইসলাম শরীফ (৩০) তার সঙ্গে দীর্ঘ এক বছর ধরে অবৈধ সম্পর্ক করেছে। এখন বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অনেশন করছেন।

গত সোমবার থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে ৮ম শ্রেণির ওই  স্কুল পড়ুয়া ছাত্রী। অভিযুক্ত প্রেমিক শফিকুল ইসলাম শরীফ বাড়ি বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে তার পিতার নাম হাসেন আলীর। সে পেশায় সার্ভেয়ার।

কিশোরীর পরিবার জানায়, এক বছর আগে সার্ভেয়ার শরিফের সাথে স্কুল পড়ুয়া ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পতি কিশোরী তার প্রেমিককে বিয়ের কথা জানালে সে তালবাহানা শুরু করে। পরে বিয়ের দাবিতে গত সোমবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে ৮ম শ্রেণির ওই  স্কুল পড়ুয়া ছাত্রী।

এ ব্যপারে কথা বলতে অভিযুক্ত প্রেমিক সার্ভেয়ার শরীফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
 

Bootstrap Image Preview