Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ দোকান ভস্মীভূত 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে।

আজ রবিবার সকালে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি উদয়ন সংঘের পূর্ব পাশে আজিজুরের ভাজার দোকার এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় তার পাশের দোকানগুলো বন্ধ ছিল।  

স্থানীয়রা জানান, সকালে লক্ষিদাড়ি উদয়ন সংঘের পূর্ব পাশে আজিজুরের বাজার দোকানে পোরটা তৈরী করার সময় হঠাৎ অসাবধান বশত গ্যাসের চুলা থেকে পাইপে আগুন লাগে এরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত আগুনের লেলিহান শিখা তার দোকানসহ পাশের মাসুম ক্লথ ষ্টোর, আলাউদ্দীন ষ্টোর, কয়েকটি ফলের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাছুম ক্লথ ষ্টোরের স্বাত্বাধিকারী মোছুম হোসেনসহ অন্যান্য দোকাদাররা জানান, এতে তাদের প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview