Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'এইচটুও' রেস্টুরেন্ট থেকে মাদক-সীসাসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


রাজধানীর ধানমণ্ডির দুইটি রেস্টুরেন্ট থেকে বিপুল পরিমাণ সীসা ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সেখান থেকে তিন জনকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 'এইচটুও' এবং 'ওজন' নামের ওই দুই রেস্টুরেন্টে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক ‘সীসা’ বিক্রি হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডির ‘এইচটুও’ এবং ‘ওজন’ সীসা বারে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তারা সেখান থেকে সীসা ও মাদক তৈরি সরঞ্জাম উদ্ধার করে।

এ সময় আটক করা হয় এইচটুও’র ৩ কর্মচারীকে। প্রতিষ্ঠান এবং আটকৃকতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে ভবিষ্যতে তাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রান্ড ফিনালের প্রশ্নোত্তর পর্বকে ঘিরে 'এইচটুও' রেস্টুরেন্টটি অনেক ভাইরাল হয়। 

Bootstrap Image Preview