Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

`৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের উন্নয়নের টার্নিং পয়েন্ট'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৪:২৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিগত ১০ বছরে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চতর স্থানে নিয়ে গেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মনে করেনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নতুন নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা প্রধানগণ বক্তব্য রাখেন। সচিব মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম।উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর, নদী বন্দর এবং স্থল বন্দরগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের বিগত ১০ বছরের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি বীরের জাতি। সবাই উদ্যমী হয়ে কাজ করে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায় দেশপ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Bootstrap Image Preview