Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে গাছের ডাল মাথায় পড়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


পটুয়াখালীর লতাচাপলীতে গাছের ডাল মাথায় পড়ে ছালমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। ছালমা বেগম লতাচাপলীর মাইটভাঙ্গা গ্রামের আবুল কালাম ঘরামীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির গাছের ডাল কাটতে দেবর আ. সোবাহান ঘরামী গাছে ওঠেন। ছালমা বেগম নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় গাছের একটি ডাল তাঁর মাথায় পড়ে। তাৎক্ষনিক উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  

লতাচাপলী ইউনিয়নের ইউপি সদস্য জাফর উদ্দিন কুতুব মৃধা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

Bootstrap Image Preview