Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় নারীসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


রাজধানী সাভারের আশুলিয়ায় এক মহিলার মৃতদেহসহ ৪টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন ট্রাফিক পুলিশের স্ত্রী রয়েছে। বাকি তিনটি মৃতদেহ অজ্ঞাত যুবকের।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে আশুলিয়া থানা এলাকার খেজুরবাগান, শ্রীপুর, কবিরপুর ও নবীনগর থেকে এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে সাভারে কর্মরত ট্রাফিক পুলিশ আইয়ুব আলীর স্ত্রী রেশমা খানমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

‘অন্যদিকে কবিরপুর, খেজুরবাগান ও নবীনগর থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’

ওসি আরো বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview