Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীর গুচ্ছগ্রামে পুড়ে গেল বিধবার শেষ সম্বল

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে অবস্থিত গুচ্ছগ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে এক বিধবার শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা বলে জানান বালিয়াডাঙ্গী ফায়ার স্টেশন টিম লিডার মোস্তফা কামাল।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্টিকের আগুনে মৃত সলেমান আলীর স্ত্রী মোর্শেদা বেগমের আসবাবপত্র, কাপড়-চোপড়সহ অন্যান্য প্রায় ২০ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ ক্ষতিগ্রস্ত মোর্শেদাকে শীতবস্ত্র, শুকনা খাবার প্রদান করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Bootstrap Image Preview