Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনে ভূমিধস-বন্যায় নিহত বেড়ে ৮৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিপাইনে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। আজ বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে অংশ নিয়েছে জরুরি সহায়তা টিমের সদস্যরা। ভারি বৃষ্টিপাতের কারণে তল্লাশি, উদ্ধার ও ত্রাণসেবা ব্যাহত হচ্ছে। 

তিনি জানান, এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। পূর্বাঞ্চলীয় এলাকায় ৬৯ জনের মারা যাওয়ার খবর এসেছে। ভিসায়াস এবং অন্যান্য এলাকায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview