Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালেবানদের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করলো ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


তালেবানের সঙ্গে বৈঠকে বসার কথা নিশ্চিত করলো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

তেহরানে সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে কাসেমি বলেন, তালেবান প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আলোচনা করেছেন। এই আলোচনা আফগান সরকারে সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আফগানিস্তান তালেবান শতকরা ৫০ ভাগের বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করছে। দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতাসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করার জন্য তালেবানের পক্ষ থেকেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনে ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে এই আলোচনা করা হয় বলে জানানো হয়। তথ্য সূত্র: ভয়েস অব আমেরিকা।

Bootstrap Image Preview