Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ঘরে আগুন, নিহত ২ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যাত্রাবাড়ী মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুনে দগ্ধ হয়ে পলাশ (১২) ও তুষার (০৭) নামে দুই ভাই নিহত হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ঘর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

এছাড়া নিহত ওই ভাইয়ের বাবা ইকবাল হোসেনকে (৫৫) দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, দুই রুমের একটি টিনশেড ঘরে রাতে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত। তাছাড়া ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে ওই দুই শিশু মারা গেছে বলে মনে করা হচ্ছে।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, কাউন্সিল রোড এলাকায় আগুন লেগে দুই শিশু মারা গেছে। আর তাদের বাবা ইকবাল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

Bootstrap Image Preview